শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

মার্সেল কাপ বেসবল চ্যাম্পিয়নশিপ ৬ সেপ্টেম্বর শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল -এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ বেসবল ও সফটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে ৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘মার্সেল কাপ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২২।’ আটটি দলের অংশগ্রহণে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

এ উপলক্ষে প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ বুধবার (২৪ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), অ্যাডিশনাল ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮টি পুরুষ দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা ৭ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা থাকলেও মাঠ পাওয়া না যাওয়া একদিন এগিয়ে ৬ সেপ্টেম্বর শুরু হবে। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। ইতোমধ্যে চারটি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। দলগুলো হলো- বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, ঢাকা জেলা ও সিরাজগঞ্জ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (এসকেএসপি)। বাছাইয়ের মাধ্যমে আরও চারটি দল চলতি মাসের মধ্যেই নির্ধারণ করা হবে।

আটটি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এছাড়া অংশ নেওয়া সবগুলো দলকে ট্র্যাক-স্যুট ও জার্সি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশের অনেক খেলারই শুরু থেকে আমরা ওয়ালটন পরিবার পাশে আছি। বেসবলেরও শুরু থেকেই আছি। চেষ্টা করছি বেসবলকে আরও এগিয়ে নেওয়ার। আমরা ওয়ালটন পরিবার নিয়মিত নারী ও পুরুষদের জাতীয় এবং বেসবলের অন্যান্য টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হচ্ছি। তারই ধারাবাহিকতায় এবার পুরুষদের এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আশা করছি ভালো একটি টুর্নামেন্ট আমরা উপহার দিতে পারবো।’

ওয়ালটন গ্রুপের প্রশংসা করে আমিনুল ইসলাম লিটন বলেন, ‘শুরুতেই ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানাই। তারা বেসবলের শুরু থেকেই পাশে আছে। বিভিন্ন প্রতিযোগিতা ও টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিচ্ছে। বেসবলের উন্নয়নে শুরু থেকে কাজ করছে। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী ৬ সেপ্টেম্বর থেকে আটটি দল নিয়ে শুরু হবে মার্সেল কাপ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২২। আশা করছি ভালো একটি টুর্নামেন্ট উপহার দিতে পারব।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com