মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

মাদক, ছিনতাই ও চাঁদাবাজীর বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি-মেয়র প্রার্থী খোরশেদ আলম

মাদক, ছিনতাই ও চাঁদাবাজীর বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি-মেয়র প্রার্থী খোরশেদ আলম

তুহিন আহামেদ, সাভার প্রতিনিধি:: ইতি মধ্যেই আমি সাভারে মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি। আমি যদি আগামী পৌর নির্বাচনে মেয়র হতে পারি তাহলে আপনাদের একটি সুন্দর স্বচ্ছ সাভার পৌরসভা উপহার দিবো। সেই লক্ষেই আমি কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতাই মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি।

শুক্রবার (২ মে) সন্ধ্যায় সাভারের শিমুলতালার এম কে টাওয়ারের কনভেনশন হলে সংগীত একাডেমী সুর লহরীর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমি আপনাদের কাছে ভোট চাইনা। আমার কাজে কর্মে যদি মেয়র হিসেবে যোগ্য মনে হয় তাহলেই আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করবেন এটাই আমার প্রত্যাশা।

এর আগে অনুষ্ঠানের ৩৩ পাউন্টের একটি কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম। পরে সুর লহরী একাডেমির বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীর হাতে ৮০টি সম্মাননা স্বারক তুলে দেন আগত অতিথিরা।

সুর লহরীর চেয়ারম্যান রিপন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার সিটিজেন ক্লাবের সভাপতি, ডক্টর মোঃ কামরুজ্জামান, গণী জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ দিলকুশা আহমেদ, ফিল্ম ডিরেক্টর ও সঙ্গীত শিল্পী শুভ্র খান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com