মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

মাদকের কুফল সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে হবে- বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ ও বার্ষিকীর মোড়ক উন্মোচন করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি তাদের দৈনন্দিন বিষয় গুলোর দিকে বিশেষ নজর দিতে হবে,তারা ঠিক ভাবে লেখাপড়া করছে কিনা,কার সাথে মেলামেশা করছে এসব দিকে অভিভাবকদের দৃষ্টি দিতে হবে এমনটাই মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

২২শে মে (রবিবার) বান্দরবানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে পুরস্কার বিতরণ ও সৃষ্টিসুখ নামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলার অরুণ সারকী টাউন হলে আয়োজিত জমকালো এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি”র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও “সৃষ্টিসুখ” নামে একটি বার্ষিকীর মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতের জেলা জজ মো.সাইফুল ইসলাম সিদ্দিকী,জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ কায়েসুর রহমান,রাজিব কুমার বিশ্বাস,এ.এস.এম. শাহনেওয়াজ মেহেদী।বর্ণাঢ্য অনুষ্ঠানে মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশন করে স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের শিক্ষক জাহিদুল আলম সুমনের সঞ্চালনায় এসময় সহকারী প্রধান শিক্ষক আব্দুল হকসহ অভিবাবক,ছাত্রছাত্রী,জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com