রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

মাদকাশক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা-মা

লালমনিরহাট প্রতিনিধি:: দীর্ঘদিন মাদকে আসক্ত থাকায় রবি চৌধূরী (২০) নামে এক যুবককে পুলিশে ধরিয়ে দিলেন নিজ বাবা-মা। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুবেল রানা তাকে এক বছরের জেল দেন।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের রেলওয়ে নিউ কলোনী থেকে দুইটি গাঁজার তৈরী সিগারেট ও তিন পুড়িয়া গাঁজাসহ বাবা-মা তাকে আটক করে পুলিশের হাতে সপর্দ করেন। সাজাপ্রাপ্ত রবি চৌধূরী জেলা শহরের রেলওয়ে নিউকলোনীর বাবলু মিয়া ও রেজিয়া বেগম দম্পতির ছেলে।

সাজাপ্রাপ্ত রবির বাবা বাবলু মিয়া জানায়, প্রতিটা দিন নেশার টাকার জন্য বাড়িতে হাড়িপাতিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে আসছিল তাদের ছেলে রবি। তার অত্যাচারে বাসার সবাই অতিষ্ঠ হয়ে পড়েছি। তাই বাধ্য হয়েই তাকে আমরা আটক করে পুলিশের কাছে জমা দেই।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমান আদালতের বিচারক রুবেল রানা জানান, বাবা ও মায়ের অভিযোগ থাকায় এবং গাঁজার তৈরী সিগারেট ও তিন পুড়িয়া গাঁজা পাওয়ায় ধৃত আসামীকে সর্বোচ্চ এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com