সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

মাঝ আকাশে জ্ঞান হারালেন অভিনেত্রী নীলম কোঠারি

নীলম কোঠারি I ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক:: ভয়াবহ এক বিমানযাত্রার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ভারতীয় অভিনেত্রী নীলম কোঠারি। টরন্টো থেকে মুম্বাই ফেরার পথে মাঝ আকাশে জ্ঞান হারান তিনি। কিন্তু অভিযোগ, অসুস্থ অবস্থায় তিনি বিমান কর্তৃপক্ষের কাছ থেকে ন্যূনতম চিকিৎসা সহায়তা বা সহানুভূতি পাননি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী।

নীলম জানান, ভোগান্তির শুরুটা হয়েছিল উড্ডয়নের আগে থেকেই। বিমানটি নির্ধারিত সময়ে উড়াল দেয়নি, বরং প্রায় ৯ ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করে। এরপর খাবার পরিবেশনের কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান।

ক্ষুব্ধ নীলম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি লেখেন, ‘টরন্টো থেকে মুম্বাই যাওয়ার ফ্লাইট শুধু ৯ ঘণ্টা দেরিই করল তা-ই নয়, মাঝ-আকাশে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি এবং খাবার দেওয়ার পরই জ্ঞান হারাই। একজন যাত্রী আমাকে আমার আসনে ফিরতে সাহায্য করলেও, কর্তৃপক্ষের কারও পক্ষ থেকে কোনো ধরনের খোঁজখবর নেওয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর তিনি কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। বিমান সংস্থার এমন আচরণকে ‘একেবারেই গ্রহণযোগ্য নয়’ উল্লেখ করে তিনি বিষয়টি জরুরি ভিত্তিতে দেখার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, নীলম কোঠারি বলিউডের এক সময়ের জনপ্রিয় মুখ। মাঝে দীর্ঘ সময় আড়ালে থাকলেও সম্প্রতি তিনি গ্ল্যামার জগতে ফিরেছেন। নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘ফ্যাবিউলাস লাইভস অব বলিউড ওয়াইভস’ দিয়ে নতুন করে নিজের ফেরার গল্প লিখছেন এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com