মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

মাছ ধরতে গিয়ে জালে উঠলো গুলিসহ রিভলবার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার রাইপাড়া এলাকা থেকে ৬ রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় জনগণ মাছ ধরতে গিয়ে এটি পায়। শনিবার বিকেল সাড়ে ৫টায় এলাকাবাসী এটা পেয়ে পুলিশকে সংবাদ দেয়। সন্ধ্যার পরে পুলিশ এসে গুলিসহ অস্ত্রটি তাঁদের হেফাজতে নেয়।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার বিকেলে উপজেলার রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ ঈদগাহর মাঠের পাশের একটি ডোবায় মাছ ধরতে যায় স্থানীয় ২/৩ জন ব্যক্তি। এসময় ডোবার পানিতে নামতেই একটি প্লাষ্টিকের ভ্যাগে ভর্তি ভারী কিছু তাঁদের জালে ধরা পড়ে। পরে তারা ওই ব্যাগটি খুলে অস্ত্র গুলি দেখতে পায়। তখন খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে সংবাদ দেয়। দোহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় একটি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলি ব্যাগে ভর্তি করে প্যাকেট অবস্থায়।
পুলিশ রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ঘটনাস্থল থেকে রিভলবারটি উদ্ধার জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে দোহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম বলেন, যেহেতু এটি পুকুরে বা ডোবায় প্যাকেট অবস্থায় পাওয়া গেছে। তাই কোনো মামলা না নিয়ে অস্ত্র গুলি জব্দ করে আদালতে প্রতিবেদন পাঠানো হবে। পরিত্যক্ত হিসেবে দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com