বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

মাগুরায় সংঘর্ষে ছাত্রদল নেতা মেহেদী নিহত

মাগুরায় সংঘর্ষে ছাত্রদল নেতা মেহেদী নিহত

মাগুরা প্রতিনিধি:: মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ওরফে রাব্বি নিহত হয়েছেন।

রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ছাত্রদল নেতা মেহেদীকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সাড়ে ১২টার দিকে মারা যান।

নিহত মেহেদীর বাড়ি পৌরসভার পারনান্দুয়ালী এলাকায়।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে পারনান্দুয়ালী এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মেহেদী হাসান ওরফে রাব্বি।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিচালক মহসিন উদ্দিন জানান, দুপুর আনুমানিক ১২টার সময় গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।

তিনি জানান, এ পর্যন্ত অন্তত ১০ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com