বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা: কোরানের পাখিদের সম্মানে নারায়নগঞ্জে মাই টিভির সৌজন্যে ইফতার ও দোয়া অনুষ্টিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার বন্দরের দেউলী কবরস্থান সংলগ্ন মাদরাসা ও এতিমখানায় মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের উদ্যোগে এই ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
এসময় মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী সহ মাই পরিবারের জন্য দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানে কুরআনের পাখিদের মধ্যে কোরান শরীফ উপহার দেয়া সহ তবারক বিতরন করা হয়।
আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও তরুন সমাজসেবক তালজিল সরদারের সার্বিক সহযোগীতায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মুফতি মহসিনুল করিম মাহমুদী, কলেজ শিক্ষক শামীম মিয়া, এভভোকেট নূর মোহাম্মদ, টুডে টাইমস এর সম্পাদক তানজিমূল হাসান মায়াজ, বন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, স্থানীয় সার্ভেয়ার হারুন অর রশীদ, সরেজমিন বার্তার মিরাজ হোসেন টিপু,বাংলাদেশ সমাচারের মিজানুর রহমান সুমন,নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্য আকতার হোসেন, লক্ষনখোলা এলাকার সমাজ সেবক লিয়াকত আলী, ব্যবসায়ী জামান, খলিল শাহ দরবার শরীফের খাদেম দেলোয়ার হোসেন শাহ্, স্থানীয় সাবেক মেম্বার শাহজাহান, বন্দর উপজেলা প্রেসক্লাবের প্রান্ত, ক্যামেরা ম্যান আসিক ও মনির, শাকিল, আব্দুল হাই, শাহিন, সাব্বির আহমেদ বাবু, দেলোয়ার হোসেন চিশতি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।