বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ থেকে॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবদুল মান্নান (৫৫) নামের এক ব্যক্তির লাশ গাড়ি থেকে ফেলে পালিয়ে গেলো দুর্বৃত্তরা।
বুধবার দুপুর সাড়ে ১২ টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক শ্যামস ফিলিংস স্টেশন নামক পেট্রল পাম্পের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, বুধবার দুপুরে মৌচাক এলাকায় শ্যামস পেট্রল পাম্পের সামনে ঢাকামুখী একটি মাইক্রোবাসে করে কয়েকজন লোক লাশটি ফেলে দিয়ে চলে যায়। লাশের সাথে একটি কালো ব্যাগ ছিল। ব্যাগের ভেতরে থাকা কাগজপত্র দেখে বোঝা যায় সে কুমিল্লা জেলার বুড়ড়া থানাধীন কিনাশপুর এলাকার সৈয়দ আলীর ছেলে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল‘ক’) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, আবদুল মান্নান নামে এক ব্যক্তিকে হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। বিভিন্ন স্থানে লাগানো সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে হত্যার রহস্য উদঘাটন করছি।