মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:০১ অপরাহ্ন

মহাসড়কে গাড়ির চাপ, সিরাজগঞ্জে থেমে থেমে যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ঝুঁকিপূর্ণ নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় মহাসড়কের একটি লেন বন্ধ রয়েছে। পাশাপাশি মহাসড়কে চলছে উন্নয়ন কাজ। এতে গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কোথাও কোথাও যানবাহনের ধীরগতি ও থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।

অন্যদিকে টানা তিন দিনের ছুটিতে কর্মজীবী মানুষেরা ঘরমুখী হওয়ায় মহাসড়কে গাড়ির চাপ ও থেমে থেমে যানজট দুটোই বেড়েছে। একইসঙ্গে গাড়ির চাপ বেড়েছে সিরাজগঞ্জের অভ্যন্তরীণ আঞ্চলিক মহাসড়কেও। মহাসড়কের যানজট এড়াতে অনেক দূরপাল্লার যানবাহন মহাসড়ক ছেড়ে সিরাজগঞ্জ শহরের রাস্তা দিয়ে চলাচল করায় এর চাপ পড়েছে শহরের অভ্যন্তরীণ রুটেও।

হাইওয়ে থানা পুলিশ ও সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ মহাসড়কের কড্ডার মোড় এলাকা থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়েই থেমে থেমে যানজট ও ধীরগতি রয়েছে। রাস্তার কাজ চলার পাশাপাশি মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় পুলিশ নিরলসভাবে কাজ করলেও পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। তবে মহাসড়কের অন্যান্য জায়গায় ধীরগতিতে যানবাহন চলাচল করলেও বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকায় এক লেন বন্ধ থাকায় ৪-৫ কিলোমিটার যানজট যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

এছাড়াও ধীরগতি হাটিকুমরুল গোলচত্বর পেরিয়ে হাটিকুমরুল-বগুড়া, হাটিকুমরুল-পাবনা ও হাটিকুমরুল-রাজশাহী মহাসড়কে ছড়িয়ে পড়েছে। এতে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে অন্যদিকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিপদে পড়েছেন পরিবহন শ্রমিকরাও।

ঢাকা থেকে রংপুরগামী আনোয়ার হোসেন নামে এক যাত্রী রাত সাড়ে ৮টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছে বলেন, দুপুরে অফিস থেকে ছুটি নিয়ে বের হয়েছি। টানা তিনদিন ছুটি থাকায় বাড়িতে যাচ্ছি। কিন্তু ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত স্বাভাবিকভাবে আসলেও সেতু পার হওয়ার পর থেকেই যানজটে পড়েছি। এই ১৫ কিলোমিটার রাস্তা পার হতে তিন ঘণ্টার মতো সময় লেগেছে।

পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের এক চালক বলেন, মহাসড়কের কোথাও কোথাও যানজট আবার কোনো কোনো জায়গায় ধীরগতিতে চলতে হচ্ছে। তবে নলকা সেতু এলাকায় ব্যাপক যানজট রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় একটি লেন বন্ধ রয়েছে। এর মধ্যে টানা তিন দিনের ছুটি পেয়ে অনেকেই কর্মস্থল থেকে বাড়িতে প্রিয়জনদের কাছে ফিরছেন। ফলে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে।

এছাড়াও নলকা সেতু এলাকায় সেতুর দুই পাশে সবসময়ই ৪-৫ কিলোমিটার যানজট লেগে থাকছে। পাশাপাশি মহাসড়ক উন্নীতকরণের কাজ চলায় কড্ডার মোড় এলাকা থেকেই মহাসড়কে খুবই ধীরগতিতে যান চলাচল করছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের চলাচল নিরাপদ রাখতে আমরা যথেষ্ট সচেষ্ট আছি।

তিনি আরও বলেন, আমরা প্রতিদিনই নিরলসভাবে কাজ করে রাস্তা স্বাভাবিক করার চেষ্টা করলেও রাস্তায় উন্নয়নমূলক কাজ চলায় এবং নলকা সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এই সমস্যা কাটানো যাচ্ছে না।

সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সালেকুজ্জামান খান সালেক রাত ৯টার দিকে বলেন, সকালের দিকে মহাসড়কে গাড়ির চাপ কম থাকলেও এখন একটু বেড়ে গেছে। তবে নলকা সেতু এলাকা ছাড়া কোথাও যানজট নেই, ধীরগতি আছে।

তিনি আরও বলেন, নলকা সেতু এলাকায় রাস্তার এক লেন ভেঙে কাজ করায় দুই পাশের সব যানবাহন এক লেন দিয়ে যাতায়াত করছে। যার ফলে এই জায়গাটি যানজটমুক্ত করা সম্ভব হচ্ছে না। এর কারণেই মূলত যানজটের সৃষ্টি হচ্ছে। এ অবস্থা আরও কয়েকদিন থাকবে। তবে সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগ মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং সবার চলাচল নিরাপদ করতে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com