রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

মরহুম গোলাম ফাত্তাহ্ সম্রাট স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে: কাজী ইরাদত আলী

 

রাজবাড়ী প্রতিনিধিঃ ”মাদক কে না বুলন জীবনকে ভালো বাসুন” স্লোগানে সামনে রেখে রাজবাড়ীতে ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৮ এর উদ্বোধন।

১১ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী  শুভেচ্ছা স্পোটিং ক্লাবের আয়োজনে শহীদ খুশি রেলওয়ে ময়দানে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জননেতা কাজী ইরাদত আলী।

প্রধান অতিথি ইরাদত আলী বলেন, বর্তমানে মাদকের ভয়াল থাবার কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে।মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষার মূলমন্ত্র হচ্ছে খেলাধূলা। আমাদের রাজবাড়ী মাদক নির্মূল করতে হবে।তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ীরা হলো, দেশের শত্রু সমাজের শত্রু এদের সামাজিক ভাবে প্রতিরোধ করতে হবে।

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাহিদুল আলম রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সমস্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ শেখ আব্দুস সাত্তার মিয়া, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিজান প্রমুখ।

উদ্বোধনী খেলায় বিডি বাইক আর্স খানখানাপুর-মিজানপুর টাইগার ক্লাব প্রতিদ্বীতা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com