বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রূপগঞ্জ প্রতিনিধি:: “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে নিয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যেগে “ওপেন হাউজ- ডে” তে পুলিশ পরিবহন শ্রমিক, সাংবাদিক ও সাধারণ মানুষের সাথে মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান প্রতিপাদ্য ছিলো “পুলিশই জনতা, জনতাই পুলিশ” সড়ক দুর্ঘটনা হ্রাস্ মাদক, চোরাচালান নির্মূল, সন্ত্রাসী কার্যক্রম রোধ, মহা- সড়কে শৃঙ্খলা রক্ষা, চুরি, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি রোধে জনসচেতনতা।

শনিবার (২০ জানুয়ারী) সকাল ১১ টায় পুলিশ ক্যাম্পের কনফারেন্স রুমে ক্যাম্পের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ মোল্লা এর সভাপতিত্বে এস আই রাহাত খানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওপেন হাউজ-ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডঃ আব্দুল আউয়াল মোল্লা, সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ, মীর শফিকুল ইসলাম, সোহেল কবির, সাংবাদিক নুরে আলম ভুইয়া আকাশ, সাংবাদিক মাছুম, এসআই(নিঃ) মোহাম্মদ আশরাফুল হক, এসআই(নিঃ) রিপন কুমার হালদার, এএসআই (নিঃ) রুবেল মিয়া,এএসআই (নিঃ) নিহার রঞ্জন সরকার,এএসআই (নিঃ) মোহাম্মদ শহিদ শরিফ, গোলাকান্দাইল ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ সাধারন সম্পাদক তালাল, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, বাবুল, মাহফুজ, ভুলতা স্বেচ্ছাসেবক টিম লিডার রাকিব হাসান প্রমুখ।

সভায় প্রধান প্রতিপাদ্য নিয়ে যেমন সড়ক দুর্ঘটনা হ্রাস, মাদক, চোরাচালান নির্মূল, সন্ত্রাসী কার্যক্রম রোধ, মহা- সড়কে শৃঙ্খলা রক্ষা, চুরি, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি রোধে জন সচেতনামূলক বক্তব্য দেন বক্তরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com