মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন

ভালোবাসা দিবসে যুগল পোশাক

লাইফস্টাইল ডেস্ক::

ফ্যাশনপ্রেমীদের ভালোবাসার রঙে রাঙাতে ফ্যাশন হাউজ ‘রঙ বাংলাদেশ’ এনেছে নতুন কালেকশন। এই সংগ্রহে থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, স্কার্ট-টপস্, পাঞ্জাবি ও টি-শার্ট। বিশেষ এই কালেকশনে ফুলেল মোটিফকেই নানা আঙ্গিকে ব্যবহার করা হয়েছে।

রঙ বাংলাদেশের সাব-ব্র্যান্ড ‘ওয়েস্ট রঙ’ এর পোশাকেও থাকছে ভালোবাসার ছোঁয়া। উৎসবের পরিপূর্ণতার জন্যে পাবেন যুগল আর পরিবারের সবার জন্যে একই থিমের পোশাক। ভালোবাসার সঙ্গে লাল রঙের বিশেষ সম্পর্ক আছে। আর বাঙালির কাছে ভালোবাসা প্রকাশে লালের চেয়ে ভালো রঙ আর কিছু হতেই পারে না। তাই লাল তো আছেই, আর লালের এই কালেকশনে লালের সঙ্গী হয়েছে সোনালি, বিস্কুট, নীল ও পেস্ট রঙ।

পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এম্ব্রয়ডারি ও হাতের কাজ। রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই পাবেন ভালোবাসা দিবসের সংগ্রহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com