মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

ভালুকায় এ.ডি.এস এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় অগ্রগামী উন্নয়ন সংস্থা (এ.ডি.এস) এর পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ, নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সন্ধায় ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় এ.ডি.এস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক ইমন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার আজীবন দাতা সদস্য ও গ্রীণ অরণ্য পার্কের চেয়ারম্যান আলহাজ¦ মোস্তাফিজুর রহমান মামুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ২৪টি এতিম খানায় পুরো ১ মাসের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সভায় অন্যান্যের মাঝে ভালুকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি কামরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংবাদিক এস এম শাজাহান সেলিম, শেখ আজমল হুদা মাদানী, মীর সাকলায়েন ফাহাত, বরকত উল্লাহ, এ.ডি.এস এর সভাপতি শরিফুল ইসলাম, পৌর শাখার সভাপতি সাংবাদিক কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক তারিকুল ইসলাম খান, সহ সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান তরফদার, যুগ্ম সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com