মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আসা ৭ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি  ॥  ভারত থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া দুই পরিবারের ৭ সদস্যকে আটক করেছে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শনিবার (২৮ মে) সন্ধ্যায় উখিয়া লাম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট, ব্লক- এফ১৪ থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক।

আটককৃতরা হলেন- সাজান (২২), হামিদা বেগম (২১), ইব্রাহিম (৩), মোহাম্মদ তাহির (৩৩), আনোয়ার কলিম (২৫), সাইমা (৫), রমিনা (২)। তারা সবাই ভারত থেকে পালিয়ে এসেছেন।নাঈমুল হক বলেন, ক্যাম্পে অভিযান চালিয়ে ৭ রোহিঙ্গাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ভারত থেকে পালিয়ে আসার কথা স্বীকার করেছে।তিনি আরও বলেন, আটকদের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে সিআইসি তাদের ট্রানজিট ক্যাম্পে পাঠাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com