বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

ভারতে খেলতে আসছেন নেইমার

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লেখানোর সুবাদে ভারতে খেলতে যাচ্ছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে ভারতের মুম্বাই সিটি এফসির গ্রুপে পড়েছে মরুর দেশটির ক্লাব আল হিলাল।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এএফসি’র সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে টুর্নামেন্টের ড্র ও সূচি চূড়ান্ত হয়েছে।

গত আইএসএলের লিগ শিল্ড জেতার সুবাদে এবার সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে মুম্বাই। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ডি-তে পড়েছে মুম্বাই ও আল হিলাল। এ দুটি ক্লাব ছাড়াও গ্রুপে রয়েছে ইরানের ক্লাব নাসাজি মাসান্দারান এবং উজবেকিস্তানের ক্লাব নবখর।

মুম্বাই বনাম আল হিলাল ম্যাচটি হওয়ার কথা রয়েছে পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামে। সেখানে দর্শক সংখ্যা ১১ হাজারের কিছু বেশি। ফলে খুব বেশি মানুষ নেইমারকে দেখার সুযোগ পাবেন না।

নেইমার ছাড়াও কদিন আগে সৌদি ক্লাব আল হিলালে নাম লিখিয়েছেন কাতার বিশ্বকাপে নজরকাড়া মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। সার্বিয়ার আলেকজান্ডার মিত্রোভিচকেও হিলালের জার্সি গায়ে দেখা যাবে। এছাড়া চেলসিতে খেলা কালিদৌ কৌলিবালি, পর্তুগালে রোনালদোর সতীর্থ এবং ইপিএলের উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সাবেক ফুটবলার রুবেন নেভেসরাও রয়েছেন ক্লাবটিতে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সুবাদে ভারতে আসার সম্ভাবনা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা করিম বেনজেমারও। আপাতত নেইমারের দেখাই পাচ্ছে ভারত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com