বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। ইতোমধ্যে ভারতের বিপক্ষে ম্যাচের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। রোহিতদের বিপক্ষে অপরিবর্তিত অর্থাৎ নেপালের সঙ্গে খেলা একাদশ নিয়েই মাঠে নামবেন বাবর আজমরা।

শনিবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল তিনটায় ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে ২৩৮ রানের বড় জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করে পাকিস্তান। ম্যাচে অধিনায়ক বাবর আজম ও ইফতিখার আহমেদের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ৩৪২ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। পরে নেপালকে গুটিয়ে দেয় ১০৪ রানেই। ফলে বেশ ফুরফুরে মেজাজে আছে পাকিস্তান দল।

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এশিয়া কাপকে তাই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঝালিয়ে নিচ্ছে দলগুলো।

পাকিস্তান একাদশ:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com