সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

ভাড়ায় পাওয়া যায় ব্র্যান্ডের ‘স্মার্টফোন’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:: চীনের হ্যাংজু শহরে হচ্ছে ‘এশিয়ান গেমস-২০২২।’ এই শহরে এসে নতুন একটি বিষয় জানা গেলো। বিষয়টি চমকপ্রদ- এখানে ভাড়ায় পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন।

ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন ১০০ ইউয়ান অর্থাৎ ১৬৫০ টাকার মতো জমা রেখে ১ মাস ব্যবহার করা যায়। ব্র্যান্ডের নতুন স্মার্টফোন ১০০০ ইউয়ান তথা ১৬ হাজার ৫০০ টাকা জমা রেখে এক মাসের জন্য ব্যবহার করা যায়।

তবে, অবাক করার মতো বিষয় আরও আছে। এক মাস ব্যবহারের পর ফোনটি ফেরত দিলে তারা পুরো টাকাই ফেরত দিয়ে দেয়!

এ বিষয়ে চায়না মোবাইল শোরুমের প্রতিনিধি ফ্যাং জিমো রাইজিংবিডিকে বলেন, ‘এখানে ফোন ভাড়ায় পাওয়া যায়। ১০০ ইউয়ান জমা রেখে পুরনো ফোন এক মাসের জন্য এবং ১০০০ ইউয়ান জমা রেখে নতুন ফোন এক মাসের জন্য ব্যবহার করা যায়। ফোন ফেরত দিলে পুরো টাকা ফেরত দেওয়া হয়।’

হারিয়ে গেলে কিংবা ফেরত না দিলে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাহলে টাকা ফেরত দেওয়া হবে না। তবে, এমনটি করা যাবে না।’

শোরুম ঘুরে দেখা গেল ৬/১২৮ জিবি ভ্যারিয়েন্টের ভিভো ওয়াই-৩৫ (ফাইভ-জি) স্মার্টফোনটি ১০০০ ইউয়ান জমা রেখে ব্যবহার করতে নেওয়া যায় এক মাসের জন্য। যার মূল্য বাংলাদেশের বাজারে ২০ হাজারের বেশি। একই ব্র্যান্ডের অন্যান্য সেকেন্ড হ্যান্ড ফোন ১০০ ইউয়ান জমা রেখে এক মাস চালানোর জন্য নেওয়া যায়। ব্যবহার শেষে ফোন জমা দিয়ে টাকা ফেরত নেওয়া যায়।

শুধু তাই নয়, স্থানীয় আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল চীনে ভাড়ায় আইফোনও পাওয়া যায়!

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com