শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

ভাঙ্গা থেকে ১২০ কিঃমিঃ বেগে ছুটলো পরীক্ষামুলক ট্র্যায়েল ট্রেন

সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি:: শনিবার সকালে ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ছেড়ে যায় পরীক্ষামুলক একটি ট্রেন। ট্রেনটি সকাল ৮ টা ৪১ মিনিটে ছেড়ে ১২০ কিলোমিটার গতিতে ছুটে ভাঙ্গা থেকে যশোর পৌঁছাবে মাত্র ১ ঘন্টায়। ঢাকা থেকে যশোর পর্যন্ত ২০০ কিলোমিটার এই রেলপথে ট্রেন পৌঁছাতে সময় লাগবে মাত্র আড়াই থেকে ৩ ঘন্টা। ট্রেনটি পুনরায় দুপুর ১২ টায় আবার ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা জানান।

এদিকে নতুন রেলপথ চালু হওয়ায় ভাঙ্গা সহ যশোর পর্যন্ত কয়েক জেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গার রেল স্টেশন সেফটি ইনচার্জ শেখ নাসিম জানান, শনিবার সকাল ৮টা ৪১ মিনিটের সময় উচ্চ গতি সম্পন্ন পরীক্ষামূলক ট্রেনটি যশোরের রুপদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই ট্রেনটি ১২০ কিলোমিটার গতিতে যশোর পৌছাতে সময় লাগবে মাত্র এক ঘন্টা। পরদিন আবারো (৩১ মার্চ) রোববার সকালে রুপদিয়া রেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে আবার যশোর থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এভাবে কয়েকবার পরীক্ষার মূলক ট্র্যায়েল ট্রেন চলাচল করবে।

সংশ্লিষ্টরা জানান, ভাঙ্গা থেকে ফরিদপুর রাজবাড়ি হয়ে যশোর পৌছাতে সময় লাগতো যেখানে ৫ ঘন্টা সেখানে নতুন রেললাইন চালু হলে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র এক ঘন্টা। পরীক্ষামুলক ট্রেন যাত্রায় সবকিছু পর্যবেক্ষণ করবেন সেনাবাহিনী ও রেল প্রকল্পে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com