বুধবার, ৩০ Jul ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

বৈরী আবহাওয়ায় ঝুঁকি নিয়ে ঢাকায় যাচ্ছে লঞ্চ

বরগুনা প্রতিনিধিঃ বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় অশনিসের মধ্যে ঢাকা-বরগুনা নৌ-রুটের বিলাসবহুল একেকটি লঞ্চে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী পরিবহনের অভিযোগ করেছেন লঞ্চে থাকা একাধিক যাত্রীরা।

বৈরী আবহাওয়ার মধ্যেও সোমবার ( ৯ মে) বিকেলে বরগুনা থেকে ছেড়ে যাওয়া ৩টি লঞ্চে ছাদে ও কার্নিশে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাব ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় অশনি’র ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত মাথায় নিয়ে বরগুনা নদী বন্দর থেকে এমকে শিপিং লাইনের রাজারহাট বি লঞ্চ ও শাহরুখ ২ এবং আমতলী থেকে ঢাকার উদ্দেশ্যে তরঙ্গ নামের একটি বিলাসবহুল লঞ্চ যাত্রী নিয়ে লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছেন। লঞ্চে থাকা যাত্রীদের স্বজনদের মনে আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে বরগুনার নদীগুলো উত্তাল রয়েছে, চলছে ২ নম্বর সংকেত। সকাল থেকে জেলার প্রতিটি স্থানে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এক দিকে বৃষ্টি, অন্য দিকে দমকা হাওয়ার কারণে নদী পারাপারে ঝুঁকি রয়েছে।

রাজারহাট বি লঞ্চযাত্রী বাংলাদেশ বেতারের কর্মচারী নাঈম বলেন, বর্তমানে ২ নম্বর সংকেত চলছে। লঞ্চে অতিরিক্ত যাত্রী অন্যদিকে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি পানি ও বড় বড় ঢেউয়ের কারণে লঞ্চ দুপাশে দুলছে। এক প্রকার আতঙ্ক বিরাজ করছে যাত্রীদের মধ্যে। আমার অফিসের কাজে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় যাচ্ছি।

বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া বলেন, গভীর সমুদ্র উত্তাল থাকায় ২ হাজার ট্রলার নিরাপদে এখনো পৌঁছাতে পারেনি। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

বরগুনা নদী বন্দর কর্মকর্তা মামুন অর রশিদ জানান, ঘূর্ণিঝড় ‘অশনি’র কারণে লঞ্চ চলাচলে কোনো প্রকার নিষেধাজ্ঞা না থাকার কারণে ঢাকা ও বরগুনার রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ছোট নৌ-যানকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি নিয়েছি। সংকেত বাড়লে জরুরি সভা ডেকে অশনি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com