সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

বে গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি শামসুর রহমান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদকঃ বে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শিল্পপতি আলহাজ শামসুর রহমান শাহজাদা মিঞা আর নেই। সোমবার (১৩ মে) স্থানীয় সময় রাত ৯টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর । তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । নিহতের ছোট ছেলে আসিফুর রহমান শিহাব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জনহিতৈষী শামসুর রহমানের মৃত্যুতে তার গ্রামের বাড়ি শরীয়পুরে শোকের ছায়া নেমে এসেছে।

ব্যবসায়ী শামসুর রহমান একজন দানশীল ও সমাজসেবক। ব্যক্তি জীবনে স্কুল, কলেজ, মাদরাসা এবং এতিমখানাসহ অসংখ্য প্রতিষ্ঠান গড়েছেন। শরীয়তপুর জেলায় সরকারি শামসুর রহমান কলেজ, মোহাম্মদপুর গাওসিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসা, খলিলুর রহমান দাখিল মাদরাসা, আলহাজ সফুরা বেগম শিশু সদন, সফুরা বেগম মহিলা মাদরাসা, সফুরা বেগম মহিলা কলেজসহ অসংখ্য প্রতিষ্ঠান নির্মাণ করেন শামসুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com