বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

বুড়িমারী এক্সপ্রেস চালুর দাবিতে সুপ্রিমকোর্টে রিট করলেন বিএনপি নেতা!

বুড়িমারী এক্সপ্রেস চালুর দাবিতে সুপ্রিমকোর্টে রিট করলেন বিএনপি নেতা!

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারী থেকে ঢাকা চালুর দাবিতে সুপ্রিমকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন লালমনিরহাট জেলা বিএনপি সদস্য ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল।

সোমবার (২৩ জুন) বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল।

ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল জানান, সোমবার বুড়িমারী এক্সপ্রেস ট্রেন নিয়ে রিট পিটিশন দায়ের করলে মহামান্য হাইকোর্ট ডিভিশন গ্রহণ করে শুনানি হয়। শুনানির পরিপ্রেক্ষিতে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারী থেকে ঢাকা কেনো চলাচল করবে না? তার সুনির্দিষ্ট জবাবের জন্য মহামান্য হাইকোর্ট আগামী চার সপ্তাহের মধ্যে রেল কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছেন।

তিনি জানান, দীর্ঘদিনের দাবি “বুড়িমারী এক্সপ্রেস” ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকা চালুর জন্য বারবার তারিখ দিয়েও প্রতারণা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি মানুষের সাথে এই প্রতারণার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহামান্য হাইকোর্ট রুলইস্যু করেছেন।

আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল বলেন, দীর্ঘদিন থেকে হাতীবান্ধা-পাটগ্রামের সাধারণ মানুষের সাথে বারবার প্রতারণা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ। আমি হাতীবান্ধার সন্তান হিসেবে এই অঞ্চলের মানুষের ন্যায্য দাবির সাথে রয়েছি। তাই বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি নিয়ে লালমনিরহাটবাসীর পক্ষ থেকে সুপ্রিমকোর্টে রিট পিটিশন দায়ের করি। মহামান্য হাইকোর্ট সেটি গ্রহণ করেছেন। আমরা দাবি করেছি বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি দ্রুত চালু করার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com