বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥ বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালায় প্রস্তাবিত স্থলবন্দর পরিদর্শন ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন নৌ পরিবহণ মন্ত্রনালয়ের মন্ত্রী শাহজাহান খান এমপি।
শুক্রবার সকালে বান্দরবানের নাইক্ষংছড়ি উপস্থিত হয়ে তিনি সদর ইউনিয়নের চাকঢালায় প্রস্তাবিত স্থলবন্দর পরিদর্শন ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন।
এই সময় নৌ পরিবহণ মন্ত্রনালয়ের মন্ত্রী শাহজাহান খান এমপি বলেন, শীঘ্রই বান্দরবানে নাইক্ষংছড়ির চাকঢালায় ও তুমব্রু এলাকায় স্থলবন্দর নির্মান করা হবে আর এর ফলে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ব্যবসায়ীয় আমদানি রপ্তানী বৃদ্ধি পাবে।
এসময় নৌ পরিবহণ মন্ত্রনালয়ের মন্ত্রী শাহজাহান খান এমপির সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) তপন কুমার বিশ্বাস, জেলা প্রশাসক মো:দাউদুল ইসলাম, পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদার, নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরি কচিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।