বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

বিয়ের দাবিতে অনশন, ঘরে তালা দিয়ে পালালেন প্রেমিক

নাটোর প্রতিনিধিঃ প্রেমিকাকে রাস্তায় ফেলে পালালেন প্রেমিক। পরে প্রেমিকের বাসার সামনে বিয়ের দাবিতে অনশনে বসেন প্রেমিকা। মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের হামিদ আলীর ছেলে মোমিন আলীর সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর সঙ্গে ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জেরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন মোমিন। পরে বিয়ের কথা বললেও বিভিন্ন অজুহাত দেখিয়ে সময় ক্ষেপণ করতে থাকেন মোমিন।

অবশেষে মঙ্গলবার বিকেল ৪টার দিকে মেয়েটি মোমিনের বাড়িতে এসে ঢুকলে তাকে মোমিন ও তার পরিবারের সদস্যরা ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে গেট তালা দিয়ে পালিয়ে যায়। পরে ছাত্রীটি বিয়ের দাবিতে মোমিনের বাড়ির গেটের সামনের রাস্তায় অনশন শুরু করেন। পরে মোমিনের এক প্রতিবেশী তার বাড়িতে মেয়েটিকে আশ্রয় দেন।

এ বিষয়ে মোমিন আলী ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী ছাত্রী জানায়, মোমিন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। পরে তাকে বিয়ের কথা বললে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায়। এখন আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com