রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার:: বাংলাদেশ টেনিস ফেডারেশেনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় বিশ্ব টেনিস ট্যুর জুনিয়রে বালিকাদের একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়ে দ্বিমুকুট জিতেছে ভারতের আলেনা ফরিদ। এছাড়া বালক এককে দক্ষিণ কোরিয়ার জু হুন চু শিরোপা জিতে নেয়।
শুক্রবার (১০ অক্টোবর) শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত বালক এককের ফাইনালে জু হুন চু ৬-৩ ও ৬-৪ গেমে একই দেশের জিসুং লিকে হারিয়ে শিরোপা জেতে। বালিকা এককে ভারতের আলেনা ফরিদ ৬-৩ ও ৬-৪ গেমে নেপালের সুনিরা থাপাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বালক দ্বৈতে ভারতের তাভিশ পাহওয়া ও অর্নব যাদব জুটি ৬-২ ও ৬-৩ গেমে স্বদেশি মুকেশ চাভদা ও নাশিক রেড্ডি গণগামা জুটিকে হারিয়ে এবং বালিকা দ্বৈতে ভারতের আলেনা ফরিদ ও অরাধ্য ভার্মা জুটি ৬-২, ১-৬ ও ১০-৮ গেমে স্বদেশি দেবাংশী গোহিল ও অ্যাঞ্জেল প্যাটেল জুটিকে হারিয়ে শিরোপা জিতে নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার।
প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, চায়না, মিশর, ভারত, ইরাক, জাপান, কোরিয়া, নেদারল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ৭৩ জন খেলোয়াড় অংশ নেয়।