বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বানাচ্ছে আরব আমিরাতের দুবাই

অনলাইন ডেস্ক ।।
বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর বানাতে চলেছে দুবাই। আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল সংখ্যক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন একটি টার্মিনাল নির্মাণের মধ্য দিয়ে শুরু হয়েছে এই কাজ।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম বিমানবন্দরের নতুন এই প্যাসেঞ্জার টার্মিনালের চূড়ান্ত নকশা অনুমোদন করেছেন।

টার্মিনালটি নির্মাণে ৩ হাজার ৪৮৫ কোটি ডলার ব্যয় হবে বলে জানিয়েছেন তিনি।

মাকতুম বলেন, নির্মাণ শেষ হলে আল মাকতুম হবে ২৬ কোটি যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। একইসঙ্গে এটি হবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে পাঁচগুণ বড় আকারের।

এ বিমানবন্দরে ৪০০টি টার্মিনাল গেট এবং ৫ টি রানওয়েও থাকবে।

স্থানীয় বৃহত্তর বিমান পরিবহন সংস্থা এমিরেটস এবং এর ছোট অংশীদার ফ্লাইদুবাই এ বিমাবন্দরে স্থানান্তরিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com