রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

বিশ্বকাপ শুরুর আগেই বিচারের মুখোমুখি নেইমার!

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ কাতার বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেতে যাচ্ছে অন্যতম ফেবারিট ব্রাজিল! কাতার বিশ্বকাপ শুরুর এক মাস আগে বিচারের মুখোমুখি হতে হবে নেইমারকে। সেরা তারকা নেইমারকে হারাতে যাচ্ছে তারা! সান্তোস থেকে ব্রাজিলের এই তারকার বার্সেলোনায় যোগ দেওয়ার প্রক্রিয়ায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে আগামী ১৭ অক্টোবর স্পেনের একটি আদালতে শুনানি শুরু হবে। এবার ২০ বছর পর কাতারে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ট্রফি জয়ের স্বপ্ন বুনছে সাম্বা ছন্দের দেশ। এই মিশনে পেলের দেশের প্রধান ভরসা নেইমার।

কিন্তু ২২তম বিশ্বকাপ শুরুর আগেই বড়সড় ধাক্কা খাওয়ার শঙ্কায় পড়েছে ব্রাজিল। কেননা দলটির পোস্টারবয়, সেরা তারকা নেইমারকে ছাড়াই তাদের খেলতে হতে পারে বিশ্বকাপ! করফাঁকির মামলায় কমপক্ষে দুই বছরের কারাদন্ড দেয়ার জন্য স্প্যানিশ আয়কর বিভাগ সে দেশের আদালতের কাছে আবেদন জানানোর পর এমন শঙ্কা সৃষ্টি হয়েছে! ব্রাজিলের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিআইএস বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানায়।

এই মামলায় নেইমারের বাবা, মা ও তাদের পারিবারিক কোম্পানি এনঅ্যান্ডএনকেও অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত করা হয়েছে সান্তোসের সাবেক ম্যানেজার ওদিলিও রদ্রিগেস, বার্সেলোনার তখনকার সভাপতি সান্দ্রো রোসেল ও সহ-সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউকে।

২০১৩ সালে সান্তোস থেকে নেইমারকে কিনতে ৫ কোটি ৭১ লাখ ইউরো খরচ হওয়ার কথা প্রথমে জানিয়েছিলেন রোসেল। কিন্তু পরে বার্সেলোনা স্বীকার করে, খেলোয়াড় ও তার বাবার সঙ্গে অন্যান্য চুক্তির কারণে ট্রান্সফার ফি বেড়ে ১০ কোটি ইউরোর কাছাকাছি হয়ে যায়।

নেইমার আর বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ আনে ব্রাজিলের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিআইএস, যাদের কাছে নেইমারের ক্রীড়া স্বত্বের ৪০ শতাংশ ছিল। নেইমারের বার্সেলোনায় যোগ দেওয়ার মূল ট্রান্সফার ফি গোপন করায় তাদেরকে ঠকানো হয়েছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি।

বিশ্বকাপ শুরুর মাসখানেক আগেই কারাদন্ডে দন্ডিত হওয়ার হাত থেকে বাঁচার জোর চেষ্টা চালাতে হবে নেইমারকে। স্পেনের প্রসিকিউশন অফিস জানিয়েছে, সান্টোস থেকে বার্সায় আসার সময় ৮.৪ মিলিয়ন ইউরো করফাঁকি দিয়েছেন নেইমার। পাশাপাশি আরও একটি কর্তৃপক্ষ (ট্রেজারি বিভাগ) জানিয়েছে, ব্রাজিলিয়ান কোম্পানি ডিআইএস নেইমারের খেলোয়াড়ি স্বত্ত্বের ৪০ ভাগের মালিক। ১৭ বছর বয়সেই নেইমার ে সেই কোম্পানির কাছে স্বত্¦ বিক্রি করেন।

কিন্তু এই কোম্পানির সঙ্গে নেইমার ১৫০ মিলিয়ন ইউরো ফাঁকি দিয়েছেন। এ কারণে ট্রেজারি বিভাগ, ১৫০ মিলিয়ন ইউরো আর্থিক জরিমানাসহ নেইমারের অন্তত পাঁচ বছরের কারাদন্ডের দাবি তুলেছেন। ট্রান্সফার ফির কোনো অংশ গোপন করা হয়েছে কি-না, তা নিয়ে স্পেন ও ব্রাজিলে তদন্ত হয়েছিল। সেটিরই বিচার শুরু হবে এবার। বার্সেলোনার প্রাদেশিক আদালতে ৩১ অক্টোবর পর্যন্ত শুনানি চলবে।

নেইমার ও বার্সেলোনা কর্তৃপক্ষ অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছে। নেইমার, তার অভিভাবক ও বার্সেলোনা তাদের বিরুদ্ধে মামলা চালানোর বিরুদ্ধে আপিলও করেছিল। তবে ২০১৭ সালে স্পেনের হাই কোর্ট সেই আপিল খারিজ করে দেয়। ফলে বিচারের পথ উন্মুক্ত হয়ে যায়। নিজ দেশ ব্রাজিলেও নেইমারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com