বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

বিশেষ বর্ধিত সভায় যোগ দিচ্ছেন বান্দরবান আওয়ামী লীগের নেতাবৃন্দ

বান্দরবান প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের দল গঠনে জনগণের ভোটে এগিয়ে নেওয়ার প্রচেষ্টারত বান্দরবান আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিচ্ছেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সংগঠনকে শক্ত করার পরিপ্রেক্ষিতে যোগ দিচ্ছেন নেতারা। এই বর্ধিত সভায় বান্দরবান জেলার ও উপজেলা পর্যায়ে নেতাবৃন্দ সভাপতি সাধারন সম্পাদক, জেলার দুই পৌরসভার সভাপতি,সাধারন সম্পাদক এবং জেলার সিনিয়র নেতৃবন্দসহ বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিচ্ছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিশেষ বর্ধিত সভা ডেকেছে আওয়ামী লীগ। এই সভায় সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। তিনি বলেন, আগামীতে দল ও দেশ পরিচালনার নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ এ বর্ধিত সভা থেকেই আসতে পারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও সিদ্ধান্ত। দেশ পরিচালনায় যোগ্য সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিকল্প নেই এমন বার্তাই দেশের জনগণের কাছে পৌঁছাতে চায় আওয়ামী লীগ। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাই দিবেন ক্ষমতাসীন দলের হাইকমান্ড। বিশেষ অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) উপদেষ্টা হিসেবে বলেন, আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিয়ে দলের হাইকমান্ড এ বর্ধিত সভায় সে দিকনির্দেশনাই দেন। এবং তৃণমূলের নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ বিরোধ এ সভা থেকেই নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও নেতাদের মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সরকারের উন্নয়নের কথা প্রচারেরও নির্দেশ দেবেন দলীয় সভাপতি। এই ব্যাপারে বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিচ্ছে বান্দরবানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com