রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
আল আমিন মন্ডল বিপ্লব (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী সোনারায়ের সাবেকপাড়ায় মরহুম ওয়ালিউল হক বিলু মাষ্টারের স্মরণে স্মৃতি সংঘের আয়োজনে শুক্রবার রাতে ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ডিপি সাজেদুর রহমান সাহীন।
বগুড়া জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশার সভাপতিত্বে এতে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগরে সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম ভূলন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু,
আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, জেলা কৃষকলীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক মশিউর আলম রিপন, জেলা কৃষক লীগের সদস্য আলী আজম, নাড়ুয়ামালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাদশা, উপজেলা কৃষকলীগের সভাপতি কাউন্সিলার হযরত আলী হিরণ, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, মরহুম বিলু মাষ্টারের ছেলে আইনুল হক বিদ্যুৎ ও সাইফুল ইসলাম সুফলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। শেষে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।