বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

বিয়ে করছেন মধুমিতা সরকার

বিয়ে করছেন মধুমিতা সরকার

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ:: ক্যারিয়ারের শুরুতে বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-তে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসে মধুমিতা সরকার। এরপর সিনেমাতেও নাম লেখিয়েছেন তিনি। তবে বেশিরভাগ দর্শকের কাছে পাখি নামেই পরিচিত মধুমিতা। শুনা যাচ্ছে এই অভিনেত্রী খুব শিগগির বিয়ে করতে যাচ্ছেন।

মধুমিতা ২০২৪ সালের অক্টোবরে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি জানান। পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্যের সঙ্গে একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। পাহাড়ি ছুটি হোক কিংবা পোষ্যর সঙ্গে সময় কাটানো-দুজনেই একসঙ্গে কাটাচ্ছেন দারুণ সময়।

সম্প্রতি গুঞ্জন উঠেছে, প্রেমের সম্পর্কে এবার পরিণতি আনতে চলেছেন এই জুটি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, এরইমধ্যে বিয়ের শাড়ি ও গয়না বাছাইও সেরে ফেলেছেন মধুমিতা। তবে বিয়ের দিন এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি তিনি।

টলিপাড়ার ঘনিষ্ঠ সূত্রের খবর, আগামী ৫ ডিসেম্বর বিয়ের দিন নির্ধারিত হয়েছে, আর ৭ ডিসেম্বর হবে বৌভাতের অনুষ্ঠান। যদিও অভিনেত্রী বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনও মন্তব্য আসেনি।

গত বছরের দুর্গাপুজোয় সপ্তমীর দিন প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে মধুমিতা লিখেছিলেন, নতুন শুরু। তখন তিনি জানিয়েছিলেন, হ্যাঁ, প্রেম করছি। তবে সম্পর্কটা একেবারেই নতুন। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।

‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ সিনেমার পর থেকে ব্যক্তিগত জীবনেই বেশি সময় দিচ্ছেন মধুমিতা। তাই এবার কি তাহলে গুঞ্জন সত্যি হতে চলেছে? তার উত্তর দেবে আসন্ন ডিসেম্বর মাস।

উল্লেখ্য, প্রথমে মধুমিতা ভালোবেসে ঘর বাঁধেন অভিনেতা সৌরভের সঙ্গে। কিন্তু এ সংসার বেশি দিন টিকেনি। ২০১৯ সালে সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে তার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com