মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

 বিমানবন্দর থেকে কুয়েত প্রবাসি আলমগীর নিখোঁজ

অনলাইন নিউজ ডেস্কঃ কুয়েত প্রবাসি মো. আলমগীর হোসেন (২৮) গত ২৮ মার্চ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করার পর বাইরে আসার পর থেকে নিখোঁজ হয়ে যায়।

কুয়েত প্রবাসি মো. আলমগীর হোসেন গত এক বছর পূর্বে ফোন কলের মাধ্যমে কুয়েত থেকে বিবাহ করেন। বাবা-মা, স্ত্রী ও পরিবারের অন্য স্বজনদের না জানিয়ে বাংলাদেশে রওনা দেন ২৮ মার্চ।

আলমগীর হোসেনের শ্বশুরবাড়ি সহ বিভিন্ন স্থানে সন্ধান করে তাকে পাওয়া যাচ্ছে না। নিরুপায় হয়ে গত ৩ এপ্রিল ঢাকা বিমানবন্দর থাকায় ঘটনা উল্লেখ করে একটি সাধারণ ডায়রি করা হয় তাঁর পরিবারের পক্ষ থেকে।

মুন্সিগঞ্জ জেলার  সিরাজদিখান উপজেলার চন্ডিবরদী গ্রামের নুরা মোল্লা ছেলে মো. আলমগীর হোসেনে।

যদি কোন সহৃদয়বান ব্যক্তি মো. আলমগীর হোসেনের সন্ধান পান তাহলে উক্ত থানায় অথবা আলমগীরের পরিবারের সদস্যদের মোবা: ০১৯৯৭১৪৭০৮৫ অথবা ইমু ৯৬৫৫৫৬৯৪৮০৭, নম্বরে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com