বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সিগঞ্জের শ্রীনগরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বেলা ১১ টায় শ্রীনগর এম রহমান কমপ্লেক্স এলাকায় আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মামুন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডা: বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, নুরুল আলম চৌধুরী, এমরান হোসেন খান, গোলাম সারোয়ার কবির, মাকসুদুল আলম ডাবলু, ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, কেন্দ্রীয় যুবলীগ নেতা মশিউর রহমান চপল সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকালে শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের নতুন ভবন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে সকল শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, আনিসুল ইসলাম তালুকদার প্রমুখ।