সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: চলতি মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) উড়ছে রংপুর রাইডার্স। এবারের আসরে টানা ৮ জয় তুলে নিয়েছে দলটি। সবশেষ চিটাগং কিংসকে ৩৩ রানের ব্যবধানে হারিয়ে আসরের প্রথম দল হিসেবে প্লে-অফেও জায়গা করে নিল নুরুল হাসান সোহানের দল।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নামে দুই দল। যেখানে প্রথমে ব্যাট করা রংপুর নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৩১ রানে থামে চিটাগং।
১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চিটাগংয়ের ব্যাটাররা সেভাবে দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ৩১ বলে ৩৮ রান করেন শামীম হোসেন। এছাড়া ২৬ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন।
রংপুর বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান আকিফ জাভেদ। আর ২টি উইকেট পান খুশদিল শাহ।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে খুশদিলের ঝড়ো ব্যাটে ভালো সংগ্রহ পায় রংপুর। এই পাকিস্তানি তারকা ২৮ বলে ২টি চার ও ৭টি ছক্কায় ৫৯ রান করেছেন। ৩৯ রান করেন স্টিভেন টেইলর।
চিটাগং বোলারদের মধ্যে আল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম ২টি করে উইকেট পান।