রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বারবার ওঠা দুর্নীতির অভিযোগে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। আসন্ন আসরে দুর্নীতি প্রতিরোধে কাজ করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইন্টেগ্রিটি ইউনিট। শুধু তা-ই নয়, বিসিবির নিজস্ব দুর্নীতি দমন ইউনিটকে আরও কার্যকর করতে পরামর্শক হিসেবে আইসিসি ইন্টেগ্রিটি ইউনিটের সাবেক প্রধান অ্যালেক্স মার্শালকে নিয়োগ দেওয়া হয়েছে।
বিসিবির শনিবারের বোর্ড সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ড পরিচালক ইফতেখার রহমান।
প্রায় প্রতি বিপিএল আসরেই ম্যাচ চলাকালীন ও পরে ঘুরেফিরে উঠে আসে নানা ধরনের দুর্নীতির অভিযোগ। তবে সেসবের অধিকাংশই থেকে যায় প্রমাণহীন। এ নিয়ে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের দক্ষতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এবার তাই আগেভাগেই ব্যবস্থা নিতে চায় বোর্ড।
ইফতেখার বলেন, আপনারা জেনে খুশি হবেন, আগামী বিপিএলে আইসিসির ইন্টেগ্রিটি ইউনিট যুক্ত হবে। তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা পুরো টুর্নামেন্টে দুর্নীতি দমন কার্যক্রম পরিচালনা করবে। বিষয়টি ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। তবে বিসিবি শুধু বাইরের সংস্থার ওপর ভরসা করতে চায় না। নিজেদের দুর্বল ইউনিটকে শক্তিশালী করতেই এবার হাত বাড়ানো হয়েছে আইসিসির সাবেক অভিজ্ঞ কর্তার দিকে।
ইফতেখার আরও বলেন, আমাদের এসিইউ (অ্যান্টি করাপশন ইউনিট) আছে। এই ইউনিটকে আরও উন্নত ও কার্যকর করতে আইসিসির সাবেক মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইউনিটকে গঠনমূলক দিকনির্দেশনা দেবেন, প্রশিক্ষণ দেবেন।
৬৪ বছর বয়সী অ্যালেক্স মার্শাল পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন যুক্তরাজ্যে পুলিশ কর্মকর্তা হিসেবে। পরে ২০১৭ সালে আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের মহাব্যবস্থাপক হিসেবে যোগ দেন তিনি। তার অধীনে আইসিসির দুর্নীতি দমন কার্যক্রম ছাড়াও নিরাপত্তা ও অ্যান্টি-ডোপিং বিষয়ক কার্যক্রম পরিচালিত হতো। ২০২3 সালের নভেম্বরে ব্যক্তিগত কারণে দায়িত্ব ছাড়েন তিনি।
বিপিএলের মতো গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্টে দুর্নীতির অভিযোগ বারবার সামনে আসা এবং সেগুলোর তদন্তে ফল না আসা বিসিবিকে দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে ফেলেছে। এবার আইসিসি ও অভিজ্ঞ পরামর্শকের সম্পৃক্ততায় পরিস্থিতির উন্নয়ন হবে বলে আশা করছে বোর্ড।