শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

বিজিবি কখনো মাথা নত করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বশির আহমেদ,বান্দরবান প্রতিনিধিঃঃ  ‘বাংলাদেশের ভেতরে এসে মিয়ানমার বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তা অসম্ভব। আমাদের বিজিবি কখনোই মাথা নত করবে না। তারা জীবন বাজি রেখে সীমান্ত সুরক্ষা করছে।’

বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টার ও কলেজে ৯১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এসব কথা বলেন।

বেলা সাড়ে ১১টায় ট্রেনিং সেন্টার মাঠে নবীন সৈনিকদের কুচকাওয়াজে সালাম নেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি সেরা রিক্রুট সৈনিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় অনুষ্ঠানে ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, বান্দরবানের বোমাং রাজা উচ প্রু চৌধুরীসহ সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তরারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অনুষ্ঠানে রিক্রুট ৫৩৫ জন নবীন সৈনিকের থেকে সেরা সৈনিক সিপাহী মো. তুহীন মিয়াকে অভিনন্দন জানান। এছাড়া বিজিবির নারী সৈনিকদেরও প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com