সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০১:১১ অপরাহ্ন

বিজয়ের মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট, একুশের কন্ঠঃ বিজয়ের মাস ডিসেম্বর উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মাসব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১ ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামের (পিজিডি) উদ্যোগে ঢাকাস্থ পিজিডি ভবনে ‘বিজয়ের ৫২ বছর: স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের’ আয়োজনে নগর কার্যালয়ে ৬ ডিসেম্বর বিকাল ৩টায় ‘মুক্তিযুদ্ধে ভারতের অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব।

এছাড়া ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধজীবী দিবসে প্রত্যুষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। ওইদিন ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে বিকাল ৩টায় শহিদ বুদ্ধিজীবী স্মরণে ‘রক্তঋণ ২০২৩’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। একইদিন সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। ১৭ ডিসেম্বর গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com