শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

বিএনপি নেতা এমরানের মাতার নামাজে যানাজা সম্পন্ন

আল আমিন মন্ডল বিপ্লব, বগুড়া প্রতিনিধি : বুধবার বাদযোহর বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি বর্তমান সদস্য ও চুপিনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমরান হোসেন মাতা জরিনা বেগম (৮৫) নামাজে যানাজা শাহনগর গ্রামে অনুষ্ঠিত হয়।

নামাজে যানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। নামাজে যানাজায় অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

এ সময় যানাজায় আরও অংশ নেন, শাজাহানপুর উপজেলা বিএনপি যুগ্ম সাঃ সম্পাদক আজিজ আহম্মেদ বিদ্যুৎ, উপজেলা বিএনপি সদস্য শফিকুল ইসলাম শফিক, সাবেক যুগ্ম সাঃ সম্পাদক আসাদুজ্জামান অটল সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ এবং মরহুম পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় মুসল্লীগন প্রমূখ।

এদিকে মরহুমা জরিনা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com