সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০১:০৭ অপরাহ্ন

বিএনপির নেতা আব্দুল বাকী বিরুদ্ধে বাড়িঘর ভাংচুরে করে দখলের অভিযোগ

বিএনপির নেতা আব্দুল বাকী বিরুদ্ধে বাড়িঘর ভাংচুরে করে দখলের অভিযোগ বিএনপির নেতা আব্দুল বাকী বিরুদ্ধে বাড়িঘর ভাংচুরে করে দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক॥ দলীয় প্রভাব খাটিয়ে এক অসহায় এক নারীর বাড়িঘর ভাংচুর করে ভেঙে ওই জমি দখল করার অভিযোগ করেন রাহিজা খাতুন নামে এক অসহায় নারী। ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা এ্যাড. আব্দুল বাকী দীর্ঘ দিন ধরে দিনাজপুর শহরের পশ্চিম পাটুয়াপাড়ায় নিরীহ মানুষের বাড়িঘর ভাংচুর করে জমি দখল করে নেয়। ভুক্তভোগী আহিজা খাতুন ওরফে রাহিজা সুরাহা চেয়ে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও কোনো প্রতিকার পায়নি।

২০১১ সালের ৭ জুলাই মোসাম্মৎ আহিজা খাতুন ওরফে রাহিজা এর কাছ থেকে পশ্চিম পাটুয়াপাড়া জামে মসজিদের নামে দুই লক্ষ আশি হাজার টাকা মূল্য সাব্যস্ত ক্রমে দুই লক্ষ টাকা নগদ দিয়ে জমি রেজিস্টার্ড বায়না দলিল করা হয়। পরবর্তীতে মসজিদের নামে বায়নাকৃত জমির অবশিষ্ট আশি হাজার টাকা নিয়ে বিক্রেতা মোছাম্মৎ আহিজা খাতুন ওরফে রাহিজা খাতুন কে দলিল রেজিস্ট্রি করতে বলা হলে বিক্রেতা আহিজা খাতুন গড়িমসি করলে দিনাজপুর সদর সহকারী জজ আদালতে মসজিদের পক্ষে একটি মামলা করেন। মামলায় বিবাদী মোছাম্মৎ আহিজা খাতুন ওরফে রাহিজা ২০১৫ সনে ওকালতনামা দাখিল করে শুধুমাত্র একটি জবাব দাখিল করে আর কোন পদক্ষেপ গ্রহন করেনি।

দীর্ঘ ১৩ বছর পর আদালত ২০২৩ সালের ১৯ জুন তারিখে মসজিদের পক্ষে একতরফা রায় ও ডিক্রি হয়। রায় ও ডিক্রির ৯০ দিনের মধ্যে বাদী মসজিদের বরাবরে কবলা দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করার আদেশ হয়। নির্ধারিত তারিখের মধ্যে বিবাদী পক্ষ দলিল রেজিস্ট্রি করে না দেওয়ায় তৎপরবর্তীতে পশ্চিম পাটুয়াপাড়া জামে মসজিদের পক্ষে অন্য ডিক্রি নং-১৩/২০২৩ দায়ের হলে আদালতের নির্দেশে ২০২৩ সালের ২০ নভেম্বর তারিখে মসজিদের নামীয় মূল দলিল তৈরি করে আদালতে দাখিল করেন।

স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা আব্দুল বাকী মসজিদ কমিটির কাউকেই কোন কিছু না জানিয়ে শুধুমাত্র মামলার ভয় দেখিয়ে দীর্ঘ ১৩ বছর মসজিদের টাকা আত্মসাত করেন। জালিয়াতি করে মসজিদের জায়গা সুক্ষকারচুপির মাধ্যমে মূল দলিলে পশ্চিম পাটুয়াপাড়া মসজিদ এর পক্ষে কথাটি বাদ দিয়ে শুধুমাত্র এ্যাডভোকেট মোঃ আব্দুল বাকী এর নিজ নামে দলিল আদালতে দাখিল করে রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি দলিল করেন।

প্রতারানা করে নিজ নামে দলিল করে নেয় বিষয়টি মুঠোফোনে কল করে জানতে চাইলে এ্যাডভোকেট মোঃ আব্দুল বাকী বলেন আমি ব্যস্ত আছি। আপনি আমাকে পরে কল করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com