রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

বাহরাইনকে চমক দেখাতে চায় বাংলাদেশ

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের গ্রুপ ‘ই’তে প্রবল প্রতিপক্ষের সামনে বাংলাদেশ। প্রতিপক্ষের নাম বাহরাইন, যাদের ফিফা র‌্যাঙ্কিং হচ্ছে ৮৯। বুধবার ৮ জুন মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইপর্বের বাংলাদেশ ও বাহরাইনের ম্যাচটি শুরু হবে বেলা ৩টা ১৫মিনিটে। খুব শক্তিশালী দল বাহরাইন। দীর্ঘ ৪৩ বছর পর বাহরাইনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

ফিফা র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে। দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও পক্ষে নেই লাল-সবুজদের। তথ্যগুলো খুব ভালোভাবে জানেন জামাল ভূঁইয়া। মানেনও। বাহরাইনকে চমক দেখাতে চায় বাংলাদেশ।

তবে বাহরাইন যে বাংলাদেশের জন্য অনেক বড় পরীক্ষা, সেটি মানছেন জামাল, ‘এটি একটি বিগ ম্যাচ ডে। তবে আমরা ক’দিন ধরে কঠোর পরিশ্রম করেছি। ভিডিও সেশন করেছি। এই ম্যাচের জন্য আমরা প্রস্তুত। অন্য দলগুলোর মতো আমাদের দলেও কিছুটা ঘাটতি রয়েছে। আর সেটা সম্পর্কে সবাই অবগত। কোচ এবং খেলোয়াড়রা এ নিয়ে আলাপ করেছেন।

কিন্তু তাতে বাংলাদেশ অধিনায়কের আত্মবিশ্বাসে চিড় ধরছে না একটুও। বরাবরের মতোই সোজাসাপ্টা বলে দিলেন, কমতি আছে সব দলেরই। বাহরাইনের দুর্বল জায়গায় আঘাত করে তাদের চমকে দেওয়ার আশাবাদও জানালেন প্রত্যয়ী কণ্ঠে। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৮) চেয়ে ৯৯ ধাপ এগিয়ে বাহরাইন।

এশিয়ান কাপে বাংলাদেশ প্রথম এবং সবশেষ খেলেছে ১৯৮০ সালে। আর বাহরাইন ২০০৪ সালে হয়েছিল চতুর্থ। দুই দলের প্রথম এবং সবশেষ দেখা হয়েছিল ১৯৭৯ সালে; প্রেসিডেন্টস কাপের সেই অভিজ্ঞতা অবশ্য সুখকর নয়, ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। স্কোর লাইন বলছে, ম্যাচটিতে সহজেই জিতেছিল বাহরাইন। তবে ওই ম্যাচে খেলা সাবেক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেছেন, দারুণ লড়াইয়ের কথা।

এখনকার বাহরাইনের শক্তির কথা উল্লেখ করে আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেছেন, ‘আমি বলেছি যে, বাহরাইন আগের সেই বাহরাইন নেই। এখন ওরা আন্তর্জাতিক অঙ্গনে ভালো একটা অবস্থান করে নিয়েছে। আমরা এগোতে পারিনি, দিনদিন পিছিয়েছি।

বাছাইয়ে ‘ই’ গ্রুপে কেবল বাহরাইন নয়, বাকি দলগুলোও র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে; তুর্কমেনিস্তান ১৩৪তম ও স্বাগতিক মালয়েশিয়া ১৫৪তম। কিন্তু র‌্যাঙ্কিংই শেষ কথা নয় মোটেও। কদিন আগে যেমন এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে তাদের মাটিতেই গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।

সাবেক এই তারকা ফুটবলার যোগ করেন, ‘ ফুটবলে অনেক কিছু ঘটতে পারে। অনেক সময় বড় অঘটনও হয়। এমন কিছু হলে ভিন্ন কথা। তা না হলে ম্যাচের আগেই বলে দেওয়া যায় বাহরাইনের বিপক্ষে জয় তো দূরের কথা, ড্র করাই প্রায় অসম্ভব বাংলাদেশের জন্য।’

বাংদুংয়ের ওই ম্যাচে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দুর্দান্ত পারফরম্যান্স আর জমাট রক্ষণের দৃঢ়তায় ইন্দোনেশিয়াকে আটকে দেয় বাংলাদেশ। বাহরাইন ম্যাচেও রক্ষণ অটুট রেখে পাল্টা আক্রমণের ছকে খেলার ইঙ্গিত দিলেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। কদিন আগের প্রাপ্তি ভুলে যাওয়ার পরামর্শও দিলেন দলকে।

“ইন্দোনেশিয়াও র‌্যাঙ্কিংয়ে আমাদের উপরে ছিল (তাদের বিপক্ষে ড্র করেছি), তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের বিপক্ষে আমরা কী করেছিলাম, সেটা ভুলে যাওয়া। ইন্দোনেশিয়া ম্যাচ নিয়ে খুব বেশি ভাবা আমাদের জন্য ঠিক হবে না।”

“এখন আমাদের ভাবা উচিত নিজেদের নিয়ে, পরিকল্পনাগুলোর উন্নতি করা নিয়ে এবং এটাই আমাদের বাছাইয়ের দলগুলোর বিপক্ষে ভালো লড়াইয়ের সুযোগ করে দিবে। বাহরাইনের বিপক্ষে আমরা একই পরিকল্পনা নিয়ে খেলব (ইন্দোনেশিয়ার বিপক্ষে যেমনটা ছিল)। দলের কাছে আমি ভালো পারফরম্যান্স চাই।”

এ বছর সাত ম্যাচ খেলে ছয়টিতে জেতা বাহরাইনকে চোট জর্জর বাংলাদেশ আটকাবে, এ নিয়ে সন্দিহান অনেকে। জামাল এখানে ব্যাতীক্রম! শক্তিশালী বাহরাইনকে চমকে দেওয়ার বার্তা দিলেন চোয়ালবদ্ধ প্রত্যয়ী কণ্ঠে।

“আমার মনে হয়, অন্য দলগুলো বাংলাদেশকে সহজ লক্ষ্য হিসেবে নিচ্ছে, কিন্তু আমি মনে করি, খেলোয়াড়দের মাথায় ভিন্ন কিছু আছে, আশা করি, আমরা বিস্ময় উপহার দিতে পারব। আমরা জানি, আগামীকাল বড় ম্যাচ হতে যাচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com