বুধবার, ৩০ Jul ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

বাবাকে মারধর করায় ছেলেকে ধরে পুলিশে দিল এলাকাবাসী

বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় বাবাকে মারধর করায় ছেলে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার (৪ এপ্রিল) রাতে সদর উপজেলার সোনাখালী গ্রামের সুরেশ্বর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছেলে শাহীন খান (৩৫) ওই এলাকার সালাম খানের ছেলে। তিনি পেশায় দিনমজুর।

স্থানীয়রা জানান, শাহীন দীর্ঘদিন ধরে তুচ্ছ ঘটনা নিয়ে বাবা সালাম খানকে মারধর করে আসছিল। স্থানীয় গণ্যমান্যরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও শাহীন তাদের কথায় কর্ণপাত করেনি। এরপর সোমবার রাতে বাবার কাছে এক লাখ টাকা দাবি করে শাহীন। সালাম খান টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে কোদাল দিয়ে পিটিয়ে জখম করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে শাহীনকে আটক করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত শাহীনকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় কয়েকজন বলেন, শাহীন অনেকবার তার বাবাকে মারধর করেছে। আমরা বহুবার বাধা দিলেও সে কারও কথা শুনত না৷ সোমবার রাতে আবার শাহীন তার বাবাকে মারধর করলে তাকে আটক করে পুলিশে খবর দেই৷ পুলিশ শাহীনকে থানায় নিয়ে গেছে। ভবিষ্যতে কোনো সন্তান যেন বাবার গায়ে হাত তুলতে না পারে সেজন্য শাহীনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ বিষয় ভুক্তভোগী সালাম খান বলেন, কয়েকদিন আগে আমার মেয়েকে বিয়ে দেই। ওর (শাহীনের) দাবি ওই বিয়েতে তার ১ লাখ ৩০ হাজার টাকা খরচ হয়, যা সম্পূর্ণ মিথ্যা। বিয়েতে সর্বোচ্চ ৪৫-৫০ হাজার টাকা খরচ হতে পারে। এতে আমিও টাকা দিয়েছি। কিন্তু ও ১ লাখ ৩০ হাজার টাকা দাবি করে। আমি টাকা না দেওয়ায় আমাকে কোদালের হাতল দিয়ে পিটিয়ে জখম করেছে।

তিনি বলেন, আগেও আমাকে একাধিকবার মারধর করেছে আমার ছেলে। এমন ছেলে জন্ম দিয়ে পাপ করেছি।

জানতে চাইলে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাইনুল ইসলাম বলেন, অভিযুক্ত শাহীনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী৷ পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com