রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

বাবর আজম দুটি বিশ্বকাপই জিততে চান

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ আইসিসি ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তিনিই নাম্বার ওয়ান। টেস্টে চার নম্বরে। দুদিন আগে তিন ফরমেটেই শীর্ষস্থান দখলের ইচ্ছার কথা জানানো পাকিস্তান ক্যাপ্টেন এবার বললেন, দেশকে আসন্ন টি২০ ও ওয়ানডে দুটি বিশ্বকাপের শিরোপা এনে দিতে চান তিনি, ‘স্কুলের দিনগুলোয় যখন আমি ক্রিকেট খেলতে শুরু করি, তখন থেকেই আমার স্বপ্ন পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এবং এমনভাবে বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়া, যেন তা আমার দেশকে সব শিরোপা জয়ে সহায়তা করে।’

উল্লেখ্য, আগামী নবেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ, ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। লিডিং ফ্রম দ্য ফ্রন্টÑ পাকিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। ব্যাট হাতে রানের ফল্গুধারা বইয়ে দিয়ে গড়ছেন একের পর এক রেকর্ড। সর্বোচ্চ সাফল্যের স্বপ্ন দেখছেন বাবর, ‘কোন সংশয় নেই, নিজের ফর্ম আমি উপভোগ করছি। তবে এই ফর্ম নিয়ে আমার মূল লক্ষ্য হলো আগামী দেড় বছরে পাকিস্তানের হয়ে দুটি বিশ্বকাপ জয়। যদি তা পারি, তাহলে বলব যে আমার রানগুলো সত্যিই মূল্যবান।’

আমিরাতে গত টি২০ বিশ্বকাপে বাবর নিজে দুর্দান্ত পারফর্ম করেন। ৬ ম্যাচের ৪টিতেই পঞ্চাশ পেরিয়ে যান। টুর্নামেন্ট সর্বোচ্চ ৩০৩ রান আসে তার ব্যাট থেকেই। কিন্তু তার দল সেমিফাইনালে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। ইংল্যান্ডে গত ওয়ানডে বিশ্বকাপে ৮ ম্যাচে ৬৭.৭১ গড়ে ৪৭৪ রান করে ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। তবে দল উঠতে পারেনি সেমি-ফাইনালে।

বাবর আজম এখন হয়ে উঠেছেন যেন রেকর্ডের প্রতিশব্দ। স্টাইলিশ এই ব্যাটসম্যানের নিজের কাছে এসব রান আরও মূল্যবান হয়ে উঠবে যদি জিততে পারেন বৈশ্বিক শিরোপা। তিন ফরমেটেই সেরা হওয়ার ইচ্ছার কথা জানিয়ে দুদিন আগে ববার বলেছিলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে সব সংস্করণে এক নম্বর হওয়া, আমার স্বপ্ন। এ জন্য লক্ষ্যে স্থির থাকা এবং কঠিন পরিশ্রম করতে হবে। এমন নয়, যদি আপনি এক বা দুই ফরম্যাটের শীর্ষে থাকেন, সহজে এগিয়ে যেতে পারবেন।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com