বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

বান্দরবান সেনা জোন কর্তৃক গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বান্দরবান সেনা জোন কর্তৃক গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বশির আহমেদ, বান্দরবান জেলার প্রতিনিধি:: বান্দরবান সেনা জোনের উদ্যোগে আজ ১৩২ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এর আগে সেনা ক্যাম্প কর্তৃক আরও ৬৮ জন সুবিধাভোগীকে সহায়তা প্রদান করা হয়েছে। মোট ২০০ জন অসহায় পরিবারের হাতে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়, যা তাদের ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়, যা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,”বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে, কিন্তু সমাজের কিছু মানুষ অভাব-অনটনের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। আমরা চাই, আমাদের এই সামান্য সহায়তার মাধ্যমে তাদের মুখে হাসি ফুটুক। আজ ১৩২ জনসহ পূর্বের ৬৮ জন, মোট ২০০ জনের মাঝে আমরা ঈদ উপহার তুলে দিতে পেরেছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ভবিষ্যতেও আমরা বান্দরবানের গরীব ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখব।”

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগীরা সেনাবাহিনীর এই মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক সুবিধাভোগী বলেন, “আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম, সেনাবাহিনীর এই সহায়তা আমাদের ঈদ উদযাপনের সুযোগ করে দিয়েছে।”

অন্য একজন বলেন, “এতোদিন পর মনে হলো কেউ আমাদের কথা ভাবে। এই উপহার আমাদের পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ। অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত সুবিধাভোগী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ এই মহতী আয়োজনের সাক্ষী হন এবং সেনাবাহিনীর মানবিক কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমে প্রচার করেন।

বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও গরীব ও অসহায় মানুষের জন্য এমন উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে তারা একটি সুন্দর ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com