শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
করোনা ভাইরাসের অব্যাহত সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে বান্দরবান সদর উপজেলা,পৌরসভা এলাকা এবং রুমা উপজেলা কে রেড জোন ঘোষণা করেছে বান্দরবান জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (৯ জুন) অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন রেজা ফেইসবুক স্ট্যাটাস এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বান্দরবান জেলার লামা,আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (৬ জুন)স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তালিকায় এ তথ্য জানা যায়।
তিনি জানান, বুধবার বেলা ১২:০০ টা হতে রেড জোন কার্যকর করার জন্য লকডাউন করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লক ডাউন কার্যকর থাকবে।
আগামীকাল দুপুর ১২ টার আগেই প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করার জন্য করার জন্য সকলকে অনুরোধ করা হলো।
জানা যায়, ঘোষিত এসব রেড জোন এলাকায় সকল প্রকার গনজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। জনসাধারনকে নিজ নিজ বসতঘরে অবস্থান করতে হবে। সকল ব্যাক্তিগত ও গনপরিবহন বন্ধ থাকবে। তবে নিত্যপন্য বহনকারী যানবাহন রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত চলাচল করতে পারবে।
সাপ্তাহিক হাটবাজারের দিন কাচাঁবাজার ও মুদির দোকান স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এ ছাড়া সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে রেড জোন এলাকায়। তবে ঔষুধের দোকান খোলা থাকবে। স্বাস্থ্যসেবা দানকারী সব ধরনের প্রতিষ্ঠান খোলা থাকবে এবং নিয়োজিত ব্যাক্তিগন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।