বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

বান্দরবান পৌরসভার সাবেক মেয়র জাবেদ করোনায় আক্রান্ত

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র জাবেদ রেজা করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (১০ জুলাই) রাতে তার করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন ‌বান্দরবানের সি‌ভিল সার্জন ডা. অংশৈ প্রু মার্মা।

জানা গে‌ছে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা কয়েকদিন ধরে ঠান্ডা, জ্বরে ভুগছিলেন। এ জন্য তিনি শনিবার করোনা টেস্টের জন্য নমুনা দেন। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, এ পর্যন্ত বান্দরবানে ৮ হাজার ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৭ হাজার ৩৮৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১ হাজার ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১ হাজার ০৮৬ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, করোনার শুরু থেকে সাধারণ জনগ‌ণের সেবায় বিরামহীনভাবে জাবেদ রেজা নিজেকে নিয়োজিত রাখেন। ওই সময়ে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে বাংলাদেশ জাতীয়বাদী দল ও ব্য‌ক্তিগত উ‌দ্যো‌গে নগদ অর্থসহ ত্রাণসামগ্রী বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com