রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

বান্দরবানে ৬ দফা দাবিতে উলামা ঐক্য পরিষদের সাংবাদিক সম্মেলন

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::

ভোলার বোরহানউদ্দিনে নবীজিকে নিয়ে কটূক্তির ঘটনার জেরে বান্দরবানে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বান্দরবান প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন বান্দরবান উলামা ঐক্য পরিষদ।

বুধবার (২৩ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের হল রুমে উলামা ঐক্য পরিষদের আয়োজনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিক সম্মেলনে উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আলাউদ্দিন ইমামী সভাপতিত্ব করেন।

সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, ভোলা জেলার রোরহানউদ্দিনে এক নরাধম, মানুষ নামের পশু মহান আল্লাহ রাব্বুল ইজ্জত, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ (স.) এবং জান্নাতী রমনীগণের সর্দার হজরত বিবি ফাতেমার (রা.) শানে যে চরম কুরুচিপূর্ণ কটূক্তি করেছে তার তীব্র প্রতিবাদ জানান। এ সময় উলামা ঐক্য পরিষদের আলেমরা ৬ দফা দাবির লিখিত বক্তব্য পেশ করেন।

দাবিগুলো হলো-

১. দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে আলেম ওলামাদের দীর্ঘদিনের দাবি ব্লাসফেমী আইন পাশ করা।
২. কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) কার্যকর করা।
৩. নিহত শহীদদের পরিবারে ক্ষতিপূরণ প্রদান করা।
৪. প্রতিবাদী জনসাধারণের বিরুদ্ধে করা যাবতীয় মামলা শীঘ্রই প্রত্যাহার করা।
৫. অপরাধী পুলিশ অফিসারসহ অভিযুক্ত পুলিশদের বরখাস্ত করা।
৬. উপরোক্ত দাবিগুলো আগামী ১৫ দিনের মধ্যে বাস্তবায়ন করা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com