শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

বান্দরবানে সেনাদের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, আটক ১

বান্দরবান প্রতিনিধি: ছিনতাইকৃত দুটি ট্রাক উদ্ধার করতে গেলে বান্দরবানে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। আটক করা হয়েছে এক সন্ত্রাসীকে। উদ্ধার করা হয়েছে সন্ত্রাসীদের ব্যবহৃত সরঞ্জাম।

শুক্রবার দুপুরে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের দুর্গম মুলপি পাড়া সংলগ্ন মাঝের পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর প্রায় দুইশ’ রাউন্ড গুলি বিনিময় হয় বলে স্থানীয় লোকজন ও সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

বান্দরবান সেনা রিজিয়নের ব্রিগ্রেড মেজর তৌহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে রুমা উপজেলার পাইন্দু মাঝের পাড়া ও মুলপি পাড়ার মাঝামাঝি স্থানে একদল সন্ত্রাসী চাঁদার দাবিতে দুটি গাছের ট্রাক ছিনতাই করে চালকদের কাছ থেকে চাবি কেড়ে নেয়।

তিনি জানান, পরে ব্যবসায়ীরা ঘটনাটি পার্শ্ববর্তী সেনা ক্যাম্পে জানালে শুক্রবার দুপুরে সেনাবাহিনীর একটি অভিযানকারী দল সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করতে শুরু করে। সেনা সদস্যরা পাল্টা গুলি ছুঁড়লে সেখানে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। সেনাবাহিনী প্রায় দেড়শ’ রাউন্ড গুলিবর্ষণ করে।

অভিযানের মুখে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে গেলে একটি জুমঘর থেকে তাদের ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। সন্ত্রাসীদের কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিক জানা না গেলেও সেনাদের কেউ আহত হয়নি বলে জানান মেজর তৌহিদ।

পাইন্দু ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা জানান, সন্ত্রাসী গ্রুপটি বেশ কিছু দিন থেকে ওই এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

তিনি জানান, স্থানীয় বিপথগামী কিছু যুবক মিলে চাঁদাবাজির এই গ্রুপটি তৈরি করে আতঙ্ক ছড়াচ্ছিল এলাকায়।

তবে বার্মিজ কিছু যুবকও সন্ত্রাসী গ্রুপটির সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে বিকালে উহ্লামং নামের সন্দেহভাজন আহত এক ব্যক্তি পাইন্দু মাঝের পাড়ায় মোবাইল চার্জ দিতে আসলে স্থানীয়রা তাকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে।

সেনাবাহিনীর রুমা জোনের অধিনায়ক লে. কর্নেল শাহ্ নেয়াজ জানান, সন্ত্রাসীদের ধরতে ও এলাকায় অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com