মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

বান্দরবানে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে নবাগত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পিপিএম জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার (২৭ আগস্ট) সকালে বান্দরবান সদর থানা সভা কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় নবাগত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনাকে সামনে রেখে মানুষের কাছে সঠিক পুলিশি সেবা পৌঁছে দিতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর, এছাড়াও জনবান্ধব পরিবেশ সৃষ্টি করতেই বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোভিড-১৯ মহামারীতে বাংলাদেশ পুলিশ যে ঝুঁকিপূর্ণ ভূমিকা পালন করেছে, তা দেশবাসীর কাছে স্বরণীয় হয়ে থাকবে।

তিনি আরো বলেন, সাংবাদিক ও পুলিশ যদি নিষ্ঠার সাথে মাঠে কাজ করে তাহলে পুলিশের কাজ অনেক সহজ হয়। বান্দরবানের সাম্প্রদায়িক সম্প্রীতি যাহাতে কোনোভাবেই বিনষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে পুলিশ ও সাংবাদিকদের দায়িত্বশীল জায়গা থেকে জনস্বার্থে কাজ করতে হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, নাজিম উদ্দিন, রেজা সরোয়ার, জেলা বিশেষ শাখার কর্মকর্তা সালাউদ্দীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক সহ বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com