বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: নানা ধর্মীয় আয়োজনে উৎসবমুখর পরিবেশে বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন করা হয়েছে। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। আর রথযাত্রা উপলক্ষে বান্দরবানে বিভিন্ন ধর্মীয় সংগঠন, মন্দির এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।
পরে বিকাল ৪ টায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরে সামনে রথযাত্রা উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে রথযাত্রা’র উৎসবের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের আহবায়ক নিখিল কান্তি দাশ, রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সভাপতি সুজন কান্তি দাশসহ প্রশাসনের বিভিন্ন উর্ধতন কর্মকর্তা এবং সনাতনী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্বের শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রথ টেনে নিয়ে যাওয়া হয় বালাঘাটা শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গনে,আর এসময় বান্দরবানের সনাতনী সমাজের ধর্মপ্রাণ নারী ও পুরুষেরা মহা মাঙ্গলিক এই আয়োজনে অংশগ্রহণ করেন এবং রথের দড়ি টেনে টেনে পূর্ণ্য লাভে অংশ নেন। আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটবে।