বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বুধবার ভোরে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচীর সূচনা করা হয়।
এ সময় প্রথমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা প্রশাসন, জেলা পরিষদ, বান্দরবান পৌরসভা, পুলিশসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সেচ্চায় রক্তদান ও বিনামুল্যে রক্তের গ্রুপ পরীক্ষাসহ নানান কর্মসুচী অনুষ্ঠিত হয় ।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ জাকির হোসেন মজুমদার, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মার্মাসহ প্রমুখ।
অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বঙ্গবন্ধুর কারনে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, বাঙ্গালি যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন থাকবে। শেখ মুজিবুর রহমান একটি চেতনার নাম। বাংলাদেশের প্রতিটি মানুষের নিঃশ্বাসের সাথে জড়িয়ে রয়েছে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ।
আলোচনা শেষে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি মুক্ত মঞ্চে দিনব্যাপী সেচ্ছায় রক্তদান ও বিনামুল্যে রক্তের গ্রুপ পরীক্ষার উদ্ভোধন করেন।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামীলীগ পৃথক ভাবে র্যালী, কাঙ্গালী ভোজসহ নানান কর্মসুচীর আয়োজন করেছে।
সকাল সাড়ে ১১টায় রাজার মাঠ থেকে জেলা আওয়ামীলীগ আয়োজিত বিশাল র্যালী বের করা হয়। র্যালীটি শহর প্রদক্ষিন করে পুনরায় রাজার মাঠ প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়। এ সময় র্যালীর নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । র্যালী শেষে জেলা আওয়ামীলীগের আয়োজিত কাঙ্গালী ভোজে অংশ গ্রহন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ।