বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥ বান্দরবানের লাল ব্রিজ সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার রাত সাড়ে ৯ টার দিকে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- (১) সুমন তঞ্চগ্যা ও (২) বনফুল প্রকাশ অভিজিৎ তঞ্চগ্যা। তারা একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে বান্দরবান-কেরানীহাট প্রধান সড়ক লাল ব্রিজ সংলগ্ন এলাকায় বিকট শব্দ হলে আমরা দৌড়ে এসে ২ মোটরসাইকেল আরোহীকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে সাথে সাথে বান্দরবান ফায়ার সার্ভিসে খবর দেই। ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে।
বান্দরবান সদর থানার ওসি মো: শহিদুল ইসলাম জানান, দুই মোটরসাইকেল আরোহীর দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ষ্টেশন মাষ্টার মোঃ ফরহাদ উদ্দিন জানান, অপরিচিত মোবাইল নম্বর থেকে কল দিয়ে জানানো হলে উক্ত স্থান থেকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এদিকে এই মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।